ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

 দুর্নীতির অকাট্য প্রমাণ আছে, স্বাস্থ্য মন্ত্রীকে বরখাস্ত করলেন মুখ্যমন্ত্রী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ মে, ২০২২, ০৪:০৫ পিএম

 দুর্নীতির অকাট্য প্রমাণ আছে, স্বাস্থ্য মন্ত্রীকে বরখাস্ত করলেন মুখ্যমন্ত্রী

 দুর্নীতির অকাট্য প্রমাণ আছে, স্বাস্থ্য মন্ত্রীকে বরখাস্ত করলেন মুখ্যমন্ত্রী

 মাস দুয়েক আগে পাঞ্জাবে (Punjab) সরকার গঠন করেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতার মডেলকে সামনে রেখেই পাঞ্জাবে ভোট লড়েছিল আপ। দু’মাসের মধ্যেই যেন উদাহরণ তৈরি করতে চাইলেন মুখ্যমন্ত্রী ভাগওয়ান্ত মান।

দুর্নীতির (Punjab) অভিযোগে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিংলাকে। মুখ্যমন্ত্রী মান বলেছেন, অকাট্য প্রমাণ নিয়ে তবেই এই পদক্ষেপ করা হয়েছে।  স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি গদিতে বসেই ঠিকাদারদের থেকে টেন্ডারের বিনিময়ে এক শতাংশ করে কমিশন চাওয়া শুরু করেছিলেন।

আপের তরফে বলা হয়েছে, এটা সাহসী পদক্ষেপ। আমরা অরবিন্দ কেজরিওয়ালের মডেল নিয়ে পাঞ্জাবের ভোটে লড়েছিলাম। আমাদের দলের সঙ্গে অন্য দলের কী ফারাক এই সিদ্ধান্ত তার প্রমাণ। আপ সাংসদ রাঘব চাড্ডা বলেছেন, “এটাই হল আম আদমি পার্টি। যারা দুর্নীতির বিরুদ্ধে নিজের নেতাকেও রেয়াত করে না।”

মতাদর্শগত ভাবে আপের সঙ্গে সিপিএমের ফারাক কয়েক যোজন। তবুও এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “পাঞ্জাবে উদাহরণ তৈরি হল। যে দলের সরকার এটা করল সেই দলের প্রধানের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী গলায় গলায় ভাব। কিন্তু এখানে কি মাননীয়া সেটা অনুসরণ করবেন?”খবর দ্য ওয়ালের  /এনবিএস/২০২২/একে