ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

উপসাগরীয় অঞ্চলে শক্তি বাড়াতে এফ-১৬ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ জুলাই, ২০২৩, ০২:০৭ পিএম

উপসাগরীয় অঞ্চলে শক্তি বাড়াতে এফ-১৬ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র 

উপসাগরীয় অঞ্চলে শক্তি বাড়াতে এফ-১৬ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র 

মার্কিন কর্মকর্তারা বলেছেন যে সিরিয়ার আকাশে রাশিয়ার বিমানের আগ্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়াসহ উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ছে। এ প্রেক্ষাপটে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের কথা ভাবছে ওয়াশিংটন।

একজন সিনিয়র মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ইরানের আটকের হাত থেকে জাহাজগুলো রক্ষার জন্য এর আশপাশে অতিরিক্ত জঙ্গী বিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। 
 শুক্রবার পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কর্মকর্তা আরও বলেন, উপসাগরীয় অঞ্চলে তাদে এ-১০ এটাক বিমানের শক্তি বাড়াতে চলতি সপ্তাহের শেষ নাগাদ সেখানে এফ-১৬ জঙ্গী বিমান পাঠানো হবে।

গত সপ্তাহে ইরান হরমুজ প্রণালীর কাছে দু’টি তেলবাহি জাহাজ আটক করার চেষ্টা করে। এরপর ওয়াশিংটন অঞ্চলটিতে সামরিক শক্তি বাড়ানোর এ পদক্ষেপ নিল। নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এপির খবরে বলা হয়, পানি পথে জাহাজ চলাচলের সময় বিমান ছত্রছায়া দানসহ অঞ্চলটিতে মার্কিন উপস্থিতির কথা জানান দিতে সামরিক শক্তি বাড়ানো হচ্ছে। যা ইরানকে জাহাজ আটক করার চেষ্টা থেকে দুরে রাখবে।

মার্কিন নৌ বাহিনী জানায়, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ম্যাকফল সম্প্রতি জাহাজ দু’টি আটকের চেষ্টার সময় ঘটনাস্থলে পৌঁছালে ইরানের নৌযানগুলো সেখান থেকে সরে পড়ে।

রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের বিষয়ে বিস্তারিত না জানিয়ে প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, তারা সিরিয়ার পশ্চিমাঞ্চলের কোন এলাকা ছেড়ে দেবেন না এবং সেখানে বিমান টহল অব্যাহত রাখবেন। আইএসআইএল যোদ্ধাদের বিরুদ্ধে এ প্রহরার কাজ অব্যাহত রাখা হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যাতে সিরিয়া ত্যাগ করে সেজন্যে ওয়াশিংটনকে চাপে রাখতে রাশিয়া, ইরান ও সিরিয়ার সরকার গত মার্চ মাস থেকে নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করেছে। 

ওই মার্কিন কর্মকর্তা আরও বলেন, রাশিয়ার এএন-৩০ বিমান মার্কিন ঘাঁটির ব্যাপারে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে। কিন্তু সেখানে যুক্তরাষ্ট্র কোন জঙ্গী বিমান না থাকায় তারা রাশিয়ার বিমানের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারছেন না তারা। সিরিয়ায় আইএসআইএল সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ এবং ওয়াশিংটনের মিত্র কুর্দী সন্ত্রাসী বাহিনীকে সহায়তা দিতে দেশটিতে প্রায় ৯০০ মার্কিন সেনা মোতায়েন করে রেখেছে পেন্টাগন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি