ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

হিজাব বিধান অমান্য করায় অভিনেত্রীকে কারাদণ্ড দিল ইরান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২০ জুলাই, ২০২৩, ১১:০৭ পিএম

হিজাব বিধান অমান্য করায় অভিনেত্রীকে কারাদণ্ড দিল ইরান

হিজাব বিধান অমান্য করায় অভিনেত্রীকে কারাদণ্ড দিল ইরান

ইরানের একটি আদালত দেশটির প্রখ্যাত এক অভিনেত্রীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। জনসমক্ষে বাধ্যতামূলক হিজাব পরার বিধান অমান্য করায় বুধবার তাকে এই সাজা দেওয়া হয়। 

খবর অনুসারে, ওই অভিনেত্রীর নাম আফসানেহ বায়েগান।

আদালত বলেছে, বায়েগানের পরিবারবিরোধী মানসিক ব্যাধি রয়েছে। চিকিৎসার জন্য তাকে সপ্তাহে অন্তত একবার একটি মানসিক ব্যাধি হাসপাতালে চিকিৎসার পর স্বাস্থ্য সংক্রান্ত সনদ আদালতের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার ও আগামী দুই বছরের জন্য ইরান ত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

৬১ বছর বয়সী এই অভিনেত্রী দেশটিতে এক সিনেমা প্রদর্শনীতে হিজাব না পরে হাজির হয়েছিলেন। পরে সেই অনুষ্ঠানে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করায় তার বিরুদ্ধে হিজাব পরার আইন লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের হয়। সেই মামলায় তার এই সাজা দেওয়া হয়েছে।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই ইরানে সব নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক করা হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি