ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

মার্কিন-নৌবাহিনীর প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পেলেন লিসা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ জুলাই, ২০২৩, ০২:০৭ পিএম

মার্কিন-নৌবাহিনীর প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পেলেন লিসা

মার্কিন-নৌবাহিনীর প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পেলেন লিসা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম একজন নারীকে দেশটির নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। এডমিরাল লিসা ফ্রঞ্চেটি এর আগে নৌ বাহিনীর ষষ্ট বহরের প্রধান এবং দক্ষিণ কোরিয়ায় মার্কিন নৌবাহিনীর প্রধানের দায়িত্ব করেছেন। এ ছাড়া তিনি একটি বিমানবাহী জাহাজেরও স্ট্রাইক কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। পেন্টগন সূত্র এ খবর জানিয়েছে। 

প্রেসিডেন্ট বাইডেনের এ নিয়োগ অবশ্যই সিনেটে অনুমোদিত হতে হবে। সামরিক গর্ভপাত নীতির প্রতিবাদে সম্প্রতি একজন আনি প্রণেতা সিনেটে সামরিক নেতৃত্বের নিয়োগ অনুমোদন বাধাদানের চেষ্টা করছেন।

সিনেটে নৌ বাহিনীর প্রধান হিসেবে লিসা ফ্রঞ্চেটির নিয়োগ অনুমোদিত হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের প্রথম কোন নারী নৌাবাহিনী প্রধান। এভাবে তিনি সিনিয়র সামরিক কর্মকর্তাদের এলিট গ্রুপের অন্তর্ভুক্ত হবেন যারা মিলে জয়েন্ট চীফস অব স্টাফ গঠন করেন। 

৩৮ বছর বয়েসি লিসা ফ্রঞ্চেটি হলেন যুক্তরাষ্ট্রের চার তারকা এডিমরাল পদমর্যাদা লাভকারী দ্বিতীয় নারী। বাইডেন তার ভূয়সি প্রশংসা করে বলেছেন ‘ অভিযান পরিচালনা ও নীতি নির্ধারণী’ ক্ষেত্রে তার ‘ব্যাপক অভিজ্ঞতা’ রয়েছে। এবং তার নিয়োগ অনুমোদিত হলে তিনি ‘ফের ইতিহাস সৃষ্টি করবেন’।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এডমিরাল ফ্রঞ্চেটিকে প্রথমে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন পছন্দ করেননি। তার পরিবর্তে তিনি নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে টপগান গ্রাজুয়েট স্যামুয়েল পাপারোকে সুপারিশ করেন। বাইডেন এমমিরাল পাপারোকেও পদোন্নতি প্রদান করেছেন। তিনি তাকে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মার্কিন সামরিক বাহিনীর প্রধান নিয়োগ করেছেন।

মার্কিন উপকুল রক্ষী বাহিনীর বর্তমান প্রধানও একজন নারী। তিনি এডমিরাল লিন্ডা ফাগান। তবে এ বাহিনী প্রতিরক্ষা বাহিনী নয়, আভ্যন্তরীন নিরাপত্তা বাহিনীর অধীন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি