এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২২ জুলাই, ২০২৩, ০৭:০৭ পিএম
হলিউড থেকে বলিউডে এখন বার্বির ছোঁয়া
: সম্প্রতি টিকু ওযডেস শেরু ছবির সাকসেস পার্টিতে গোলাপি ও কমলা শেডের অফ শোল্ডার ড্রেসে দেখা গেল বলিউড অভিনেত্রী কঙ্গনাকে। মেকআপে স্পষ্ট বার্বিও ছোঁয়া। দিন কয়েক আগে অ্যাডিবাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিজেকে গোলাপি পোশাকে সাজিয়েছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মাথায় ছিল কালো রঙের স্পোর্টস টুপি।
বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড জাবেলার একটি জমকালো গোলাপি পোশাকে অভিনেত্রী তাপসী পান্নু ক্যামেরাবন্দী হয়েছেন। গোলাপির মায়ায় নিজেকে সাজিয়েছেন অনন্যা পান্ডে, ভূমি পেডনেকর কৃতি শ্যানন, কিয়ারা আদভানি।
বার্বি সিনেমাটি বানিয়েছেন ফিল্মমেকার গ্রেটা গেরউইগ। সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করছেন মারগট রবি ও রেয়ান গসলিং। ফ্যাশন দুনিয়া হট পিংক বার্বিকোর জ্বরে ভুগছে প্রবলভাবে। সিনেমার সাফল্য উদযাপন হোক কিংবা ব্র্যান্ডের প্রচার-প্রচারণা, এই মুহূর্তে গোলাপি রঙেই মজে আছেন বিশ্বের নামজাদা সব তারকারা। সোশ্যাল মিডিয়ায় নামজাদা সব তারকাদের হিড়িক পড়েছে গোলাপি পোশাকের ছবি শেয়ার করার।
বিশ্বজুড়ে বেড়েছে বার্বি হুপ কানের দুল, জাম্পসুট এবং পোশাক বিক্রি। পুনরুজ্জীবিত এই বার্বি ফ্যাশনের নেপথ্যে রয়েছে আমেরিকান ফ্যান্টাসি কমেডি মুভি বার্বি। গতকাল (২১ জুলাই) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি। বার্বি ফ্যাশন ডল আর ১৯৯৪-এর নন-ফিকশন বই রিভাইভিং অপেরা থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবিটি বানিয়েছেন ফিল্মমেকার গ্রেটা গেরউইগ। সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করছেন মারগট রবি ও রেয়ান গসলিং।
মূলত সিনেমার ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই ফ্যাশন ট্রেন্ডে পরিণত হয় বার্বিকোর। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি