ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

সঞ্জয় সিংকে বহিষ্কারের প্রতিবাদ! মণিপুর ইস্যুতে সংসদের বাইরে রাতভর বিক্ষোভ বিরোধীদের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৩, ০২:০৭ পিএম

সঞ্জয় সিংকে বহিষ্কারের প্রতিবাদ! মণিপুর ইস্যুতে সংসদের বাইরে রাতভর বিক্ষোভ বিরোধীদের

সঞ্জয় সিংকে বহিষ্কারের প্রতিবাদ! মণিপুর ইস্যুতে সংসদের বাইরে রাতভর বিক্ষোভ বিরোধীদের

 তৃতীয় দিনের মতো বর্ষাকালীন অধিবেশন ব্যাহত হওয়ার প্রতিবাদ। সংসদ ভবনে গান্ধী মূর্তির সামনে অনশন বিরোধী সাংসদদের। প্রসঙ্গত বিরোধী জোট ইন্ডিয়া মণিপুরে প্রায় তিন মাস ধরে চলে আসা হিংসা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করে আসছে। অন্যদিকে অনশনরত বিরোধী সাংসদরা আপ সাংসদ সঞ্জয় সিং-এর বহিষ্কারেরও প্রতিবাদ করেছেন।

 ইন্ডিয়া ফর মণিপুর প্ল্যাকার্ড ধরে আপ এবং কংগ্রেস সাংসদদের রাত ১১ টাও প্রতিবাদে সামিল হতে দেখা গিয়েছে। পরে তাঁরা সেখানে রাত কাটান। তার আগে কংগ্রেস বলেছিল মণিপুর সংকট নিয়ে সংসদের উভয় কক্ষে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি সরকার মেনে না নেওয়ায় তৃতীয় দিনের জন্য সংসদে কোনও কাজ হয়নি।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি