এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৩, ০২:০৭ পিএম
আগুন থেকে বাঁচতে কতটা সুরক্ষিত বন্দে ভারত? জানাল রেল
ভারতের প্রথম সেমি বুলেট ট্রেন বন্দে ভারত নিয়ে যাত্রীদের উৎসাহ অত্যন্ত বেশি। অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছে দেয় এই ট্রেন। একগুচ্ছ রুটে বন্দে ভারত চালু হওয়ায় অনেক সুবিধাও হয়েছে যাত্রীদের। তবে সম্প্রতি যেভাবে ভোপাল-দিল্লি রুটের বন্দে ভারতে আগুন লাগার ঘটনা ঘটেছে, তাতে আতঙ্ক ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে যাত্রী সুরক্ষা নিয়েও।
এই ট্রেনে কি আদৌ আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা আছে? রেল বোর্ডের চেয়ারম্যান অনিল কুমার লাহোটি আশ্বস্ত করেছেন, আগুন থেকে সুরক্ষা দিতে এই উচ্চগতির ট্রেনে যা ব্যবস্থা আছে, তাতে ভয় পাওয়ার কোনও কারণ নেই।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি