ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

বন্দে ভারত নিয়ে বড় আপডেট! বসে নয়, এবার শুয়েও যাওয়া যাবে বাংলায় তৈরি কোচে 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৩, ০৭:০৭ পিএম

বন্দে ভারত নিয়ে বড় আপডেট! বসে নয়, এবার শুয়েও যাওয়া যাবে বাংলায় তৈরি কোচে 

বন্দে ভারত নিয়ে বড় আপডেট! বসে নয়, এবার শুয়েও যাওয়া যাবে বাংলায় তৈরি কোচে 

ভারতবাসীকে ভারতীয় রেল বন্দে ভারতের মতো একটি প্রিমিয়াম ট্রেন উপহার দিয়েছে। যা কিনা অনেক জায়গায় যাতায়াতকে সহজ করে তুলেছে। সাম্প্রতিক সময়ে বন্দে ভারত নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

যা রেলমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন। উল্লেখ করা প্রয়োজন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দিন কয়েক আগে জানিয়েছিলেন বন্দে ভারত স্লিপার ট্রেনের কথা। ভাল খবর হল টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড-এর উত্তরপাড়া প্ল্যান্টে ২০২৫ সালের জুন থেকে বন্দে ভারত স্লিপার কোচের বাণিজ্যিক উৎপাদন শুরু হতে চলেছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি