ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

অভিযোগের পাল্টা অভিযোগ! মেইতেই-কুকিদের দাবি আর পাল্টা দাবি মোদী-শাহদের কাছে 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৩, ০৭:০৭ পিএম

অভিযোগের পাল্টা অভিযোগ! মেইতেই-কুকিদের দাবি আর পাল্টা দাবি মোদী-শাহদের কাছে 

অভিযোগের পাল্টা অভিযোগ! মেইতেই-কুকিদের দাবি আর পাল্টা দাবি মোদী-শাহদের কাছে 

কুকি জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে কোনওরকমের আলোচনা করা চলবে না। কেন্দ্রের কাছে এমনটাই দাবি জানাল মেইতেই সম্প্রদায়ের নাগরিক সংস্থা কো-অর্ডিনেটিং কমিটি অন মনিপুর ইন্টিগ্রিটি। তাদের দাবি এই সংগঠনগুলির সদস্যরা রাজ্যের বর্তমান অশান্তির জন্য দায়ী। আর তাদের ক্যাডাররা ভি দেশী বলেও দাবি মেইতেইদের। অন্যদিকে মণিপুরের নয়টি কুকি-জেমি উপজাতি সংগঠনের সংযুক্ত সংগঠন, জোমি কাউন্সিল স্টিয়ারিং কমিটি মণিপুরের বর্তমান জাতিগত সংকটের স্থায়ী সমাধানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়েছে। পাশাপাশি তারা রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবিও করেছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি