এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৩, ০৭:০৭ পিএম
১৯৯৯-এর ভারত বনাম পাকিস্তানের যুদ্ধ সম্পর্কে যা এতদিন আড়ালে ছিল
পাকিস্তানের বিরুদ্ধে 'অপারেশন বিজয়'-এ সফল হওয়ার পর থেকেই কার্গিল বিজয়. দিবস উদযাপন করে ভারত শ্রদ্ধা জানিয়ে আসছে ভারতের বীরশহিদ সশস্ত্র বাহিনীদের। তৎকালীন জম্মু-কাশ্মীর বর্তমানে লাদাখের কার্গিল পাহাড়া তিন মাসের যুদ্ধের অবসানে অপারেশন বিজয় সফল হয়েছিল এই দিনেই।
১৯৯৯ সালে কার্গিল বিজয় দিবস উদযাপনের পর পাকিস্তান জানিয়েছিলেন তারা ভারতের সঙ্গে সংঘর্ষে লিপর্ত হতে চায়নি। তারা এই যুদ্ধের জন্য কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীদের দোষারোপ করতে থাকে। কিন্তু পরে তারা এই সংঘর্ষে লিপ্ত হওয়া যোদ্ধাদের পুরস্কার করে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি