ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

খেলা ঘোরানো যাবে না', 'INDIA'-কে নিশানা যোগী আদিত্যনাথের 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৩, ০৭:০৭ পিএম

খেলা ঘোরানো যাবে না', 'INDIA'-কে নিশানা যোগী আদিত্যনাথের 

খেলা ঘোরানো যাবে না', 'INDIA'-কে নিশানা যোগী আদিত্যনাথের 

মণিপুর ইস্যুতে অচলাবস্থা তৈরি হয়েছে সংসদে। লাগাতার পাঁচদিন ধরে সংসদ চত্ত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী জোট INDIA-র নেতারা। মোদী সরকারেরক বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন তাঁরা। তারই মাঝেই INDIA- জোটকে তীব্র আক্রমণ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাদল অধিবেশন শুরুর দিনেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মণিপুরের নারকীয় ঘটনা। ভিডিওতে দেখা গিয়েছিল নগ্ন অবস্থায় দুই মেয়েকে রাস্তা দিয়ে হাঁটানো হচ্ছে। তারপরে তাঁদের গণধর্ষণ করা হয়। সেই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা দেশে নিন্দার ঝড় উঠে গিয়েছে। প্রধানমন্ত্রী মোদী নিজে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছিলেন গোটা দেশে লজ্জায় মাথা নীচু হয়ে গিয়েছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি