এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৩, ০৩:০৭ পিএম
নাইজারে সামরিক অভ্যুত্থানের নিন্দা বিশ্ব নেতাদের
যুক্তরাষ্ট্র অবিলম্বে নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজোমের মুক্তি দাবি করেছে। আর জাতিসংঘ নাইজারে অসাংবিধানিক সরকার পরিবর্তনের নিন্দা করেছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাতিসংঘ নাইজারের সামরিক বাহিনীর ক্ষমতা দখলের তীব্র নিন্দা করেছে।
সামরিক পোশাক পরা ব্যক্তিরা জাতীয় টেলিভিশনে উপস্থিত হয়ে প্রেসিডেন্ট বাজোমের সরকারকে উৎখাত করার কথা ঘোষণা করেন। এর আগে নাইজারের প্রেসিডেন্টের গার্ড বাহিনী প্রেসিডেন্ট প্রাসাদ ঘেরাও ও প্রেসিডেন্ট আটক করার একদিন পর বুধবার রাতে সামরিক অভ্যূত্থান ঘটানো হয়।
সেনাদের ক্ষমতা গ্রহণের ঘোষণা দেওয়ার সময় প্রেসিডেন্ট বাজোম কোথায় ছিলেন বা তিনি পদত্যাগ করেছেন কিনা তা স্পষ্ট নয়। নাইজারের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে কর্নেল মেজর আমাদোউ আবদ্রামানে বলেন, সরকার পতন ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই অবনতি, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিদ্যমান অব্যবস্থাপনার জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২০ সালের পর এটি হল পশ্চিম আফ্রিকায় ষষ্ঠ সামরিক অভ্যুত্থান।
রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় যখন কর্নেল-মেজর আমাদোউ আবদ্রামানে এই বিবৃতি পড়ছিলেন, তখন ৯ সেনা কর্মকর্তা তার পেছনে দাঁড়িয়ে ছিলেন। তারা ‘দেশের সুরক্ষায় গঠিত জাতীয় কাউন্সিল’-এর সদস্য বলে জানানো হয়েছে। যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ ছাড়া নাইজারের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। দেশজুড়ে জারি করা হয়েছে কারফিউ। দেশের সব সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমও আপাতত স্থগিত করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টোনি ব্লিনকেন নাইজারের নেতা মোহাম্মাদ বাজাওউমির অবিলম্বে মুক্তি দানের দাবি জানিয়ে বলেছেন যে, ওয়াশিংটন শক্তির মাধ্যমে ক্ষমতা দখলের যে কোন চেষ্টার নিন্দা করে। তিনি বলেন, আমি সকালে প্রেসিডেন্ট বাজাওউমির সঙ্গে কথা বলেছি এবং একথা স্পষ্ট জানিয়ে দিয়েছি যে, যুক্তরাষ্ট্র নাইজারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টের প্রতি দৃঢ় সমর্থন জানাচ্ছে।
জাতিসংঘ মহাসচিব এন্থনি গুতেরেস অভ্যুত্থানের তীব্র নিন্দা করে অগণতান্ত্রিক সব কর্মকান্ড অবিলম্বে বন্ধ করার দাবি জানান। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রী ক্যাথেরিন কোলোনা বলেছেন, তার দেশ শক্তির মাধ্যমে ক্ষমতা দখলের নিন্দা করছে এবং আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে মিলে নাইজারের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সংহতি পুণপ্রতিষ্ঠার দাবি জানাচ্ছে। আফ্রিকান ইউনিয়ন (এইউ) পশ্চিমা আফ্রিকান দেশগুলোর অর্থনৈতিক গোষ্ঠী (ইকোয়াস) এর আগে বাজাওউমির আটকের নিন্দা করে এবং জানায় যে, নাইজারে সরকার পরিবর্তনের যে কোন চেষ্টাকে তারা প্রতিহত করবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি