এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৩, ০৩:০৭ পিএম
বাড়তে চলেছে মহার্ঘভাতা! সংসদে অষ্টম বেতন কমিশন নিয়ে সিদ্ধান্ত জানাল সরকার
শীঘ্রই বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ও পেনশনভোগীদের পেনশন। প্রথা অনুযায়ী সেপ্টেম্বরের শেষে তার ঘোষণা করার কথা।
এই মহার্ঘভাতা বৃদ্ধির খবরের সঙ্গে আরও একটি খবরও এসেছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশন অনুযায়ী, বেতন কিংবা পেনশন পেয়ে থাকেন। সবার কাছেই প্রশ্ন পরবর্তী বেতন কমিশনের গঠন কবে। সরকারই জানিয়েছে অষ্টম বেতন কমিশন কমে আসবে!সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি