ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইয়েমেন সীমান্তে সৌদি যুদ্ধবিমান বিধ্বস্ত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ জুলাই, ২০২৩, ০৬:০৭ পিএম

ইয়েমেন সীমান্তে সৌদি যুদ্ধবিমান বিধ্বস্ত

 ইয়েমেন সীমান্তে সৌদি যুদ্ধবিমান বিধ্বস্ত

সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে মার্কিন নির্মিত এফ-১৫ জঙ্গি বিমানটি একটি প্রশিক্ষণ অনুশীলনের সময় বিধ্বস্ত হয় এবং এর দুজন ক্রু নিহত হয়।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, বুধবার বিকেলে মরুভূমি রাজ্যের দক্ষিণ-পশ্চিমে খামিস মুশাইতে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে।

বিমান ঘাঁটিটি রিয়াদ থেকে প্রায় ৮১৫ কিলোমিটার (৫০৬ মাইল) দূরে অবস্থিত। এটি লোহিত সাগরের উপকূল এবং ইয়েমেনি সীমান্তের মধ্যে প্রায় অর্ধেক পথ, যা উভয়ই ১৫০ কিলোমিটারেরও কম দূরে। এফ-১৫ ফাইটার জেটের মার্কিন-নির্মিত এসএ ভেরিয়েন্টটি ঘন্টায় ৩,০০০ কিলোমিটারের বেশি গতিতে উড়তে পারে।

ওয়াশিংটন ২০১১ সালে সৌদি আরবের ৮৪টি এফ-১৫এসএ ফাইটার কেনার চুক্তিতে স্বাক্ষর করে, এজন্যে দেশটি ২৯.৪ বিলিয়ন ডলার খরচ করে।  যা ছিল বিদেশী ক্রেতার কাছে মার্কিন অস্ত্র বিক্রির অন্যতম বৃহত্তম চুক্তি।

২০১৫ সালে শুরু হওয়া ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় মার্কিন-নির্মিত জেটগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি