ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসনকে পুতিনের হেলিকপ্টার উপহার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ জুলাই, ২০২৩, ০২:০৭ পিএম

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসনকে পুতিনের হেলিকপ্টার উপহার

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসনকে পুতিনের হেলিকপ্টার উপহার

হেলিকপ্টার উপহার দেওয়া এ খবর জিম্বাবুয়ের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে জানায়, দ্রুতই উপহারটি পৌঁছে  দেওয় হবে। সূত্র: জিম্বাবুয়ে মেইল

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে বৃহস্পতিবার শুরু হয়েছে দুদিনব্যাপী রাশিয়া-আফ্রিকা সম্মেলন। সম্মেলনে অন্যান্য আফ্রিকান নেতার সঙ্গে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গগাওয়াও রয়েছেন।

 স্বাধীনতাযুদ্ধের সময় থেকে রাশিয়ার সঙ্গে জিম্বাবুয়ের সুসম্পর্ক রয়েছে। ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে আফ্রিকার যেসব দেশ নিরপেক্ষ অবস্থান নিয়ে আছে, তাদের মধ্যে জিম্বাবুয়ে অন্যতম। দেশটি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে নিন্দা জানানো থেকে বিরত রয়েছে।

এ সম্মেলনকে ঘিরে ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা চাপে থাকা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফ্রিকার দেশগুলোর সমর্থন ধরে রাখার চেষ্টা করছেন। এর পরিপ্রেক্ষিতে জিম্বাবুয়েসহ আফ্রিকার ছয়টি দরিদ্র দেশকে বিনা মূল্যে খাদ্যশস্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন।
সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি