ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

হাইতিতে সন্তানসহ মার্কিন নার্স অপহৃত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ জুলাই, ২০২৩, ০১:০৭ পিএম

হাইতিতে সন্তানসহ মার্কিন নার্স অপহৃত

 হাইতিতে সন্তানসহ মার্কিন নার্স অপহৃত

 হাইতিতে সন্তানসহ মার্কিন এক নার্সকে অপহরণ করা হয়েছে। দেশটির একটি ধর্মভিত্তিক মানবিক সহায়তা সংস্থা গত শনিবার এ তথ্য দিয়েছে। এল রিও হাইতি নামের সংস্থাটি তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, তাদের সংস্থার এক চিকিৎসকের স্ত্রীকে সন্তানসহ অপহরণ করা হয়েছে।

স্থানীয় সময় ২৬ জুলাই সকালে রাজধানী পোর্ট অ প্রিন্সের অদূরে সংস্থাটি থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত ওই নার্সের নাম অ্যালিক্স ডরসেইনভিল। তিনি হলেন এল রিও হাইতির পরিচালক স্যান্ড্রো ডরসেইনভিলের স্ত্রী। তবে এর বাইরে বিস্তারিত কিছু জানানো হয়নি। অপহৃত শিশুটি ছেলে নাকি মেয়ে, তা–ও জানানো হয়নি বিবৃতিতে।

হাইতিতে দুই মার্কিন নাগরিক অপহরণের বিষয়টি জানেন উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, তারা এ ব্যাপারে হাইতি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি