ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

ভারতের প্রাচীনতম রেল স্টেশন কোথায় জানেন, একনজরে জেনে নিন সেই ঠিকানা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ জুলাই, ২০২৩, ০৭:০৭ পিএম

ভারতের প্রাচীনতম রেল স্টেশন কোথায় জানেন, একনজরে জেনে নিন সেই ঠিকানা

ভারতের প্রাচীনতম রেল স্টেশন কোথায় জানেন, একনজরে জেনে নিন সেই ঠিকানা

 ঐতিহ্যের দেশ ভারত। তাই ভারতের রেল স্টেশনেও য়ে ঐতিহ্যের ছাপ থাকবে, তা বলাই বাহুল্য। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি ভারতে শুরু হয়েছিল রেল ব্যবস্থা। কোথায় প্রথম গড়ে উঠেছিল রেলস্টেশন, কী তার ঐতিহ্য? তা জানতে নজর রাখতে হবে ভারতের রেল ইতিহাসে।

 ভারতের প্রাচীনতম রেল স্টেশনগুলি নিয়ে আলোচনা করলেই বেরিয়ে আসবে সেই অজানা কথা। ভারতের রেলব্যবসথা বিশ্বের বৃহত্তম, প্রাচীনতম ও ব্যস্ততমও বটে। এই বিশাল নেটওয়ার্কে বেশ কিছু স্টেশন রয়েছে, তা প্রাচীনতম। কেননা সুবিশাল দেশ ভারতের বিভিন্ন প্রান্তে একযোগে শুরু হয়েছিল রেল ব্যবস্থা। সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি