এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৩, ০৭:০৭ পিএম
২০২৪-এর লোকসভায় বিজেপির পাখির চোখ উত্তরপ্রদেশ আর মুসলিম ভোটে
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে জাতীয় ক্ষেত্রে নয়া টিম তৈরি করে ফেলেছে বিজেপি। সেই টিমে বিজেপি ফোকাস করেছে উত্তরপ্রদেশ ও মুসলিমদের দিকে। বিজেপি স্পষ্টতই ইঙ্গিত করেছে, মুসলিমদের আকৃষ্ট করতে হবে। আর মনোনিবেশ করতে হবে উত্তরপ্রদেশের দিকে।
উত্তরপ্রদেশ তেকে ৮০ জন সাংসদ নির্বাচিত হন। সবথেকে বেশিসংখ্যক সাংসদ পাঠাট যে রাজ্য সেই রাজ্যকে তো গুরুত্ব দিতেই হবে। গুরুত্ব দিতে হবে মুসলিমদেরও। কারণ মুসলিম ভোটব্যাঙ্ক উত্তরপ্রদেশ তো বটেই বহু রাজ্যেই অনেক আসনে ভাগ্য নির্ধারণ করে। এই দুটি দিক বজায় রেখে বিজেপি নতুন টিম তৈরি করেছে। সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি