এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৩, ০৭:০৭ পিএম
সিঙ্গাপুরের ৭টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল ভারতীয় রকেট, নতুন অভিযান ইসরোর
ইসরোর আরো এক মহাকাশ অভিযান। এবার সিঙ্গাপুরের ৭টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরোর রকেট । উৎক্ষেপণ সফল হয়েছে বলে জানিয়েছে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ। তিনি জানিয়েছেন, মহাকাশে সফল ভাবেই পৌঁছে গিয়েছে ইসরোর নতুন রকেট।
কয়েকদিন আগেই চন্দ্রযান-৩ মহাকাশে পাড়ি দিয়েছে। তাই নিয়ে অত্যন্ত ব্যস্ত ইসরোর বিজ্ঞানীরা। সেদিকে অতন্ত্র নজরদারি চালাচ্ছেন তাঁরা। তারই মাঝে আবার মেগা প্রজেক্ট সফল করল ইসরো। সিঙ্গাপুরের ৭টি উপগ্রহ নিরাপদে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব সাফল্যের সঙ্গে পূরণ করল ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র। সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি