ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

পাকিস্তানে পথশিশুদের নিয়ে গড়া ফুটবল দলের অসাধারণ কৃতি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম

পাকিস্তানে পথশিশুদের নিয়ে গড়া ফুটবল দলের অসাধারণ কৃতি

পাকিস্তানে পথশিশুদের নিয়ে গড়া ফুটবল দলের অসাধারণ কৃতি

দেশের বাহিরে অসাধারণ কৃতি গড়লো পাকিস্তানের পথ শিশুদের নিয়ে গড়া ফুটবল দল। নরওয়েতে আয়োজিত জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট ‘নরওয়ে কাপ’- এ নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে একসময়ের সুবিধা বঞ্চিত এসব পথশিশুরা। সোমবার (৩১ জুলাই) ওসলোতে নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যারভোলকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান স্ট্রিট চাইল্ড ফুটবল দল। 

খেলার প্রথমার্ধে ১ গোলে বিপক্ষ দল এগিয়ে থাকলেও বিরতীর ঠিক এক মিনিট আগে আব্দুল ওহাবের অসাধারণ এক গোলে সমতায় ফেরে পাকিস্তান। বিরতীর পর তুফাইল সিনওয়ারির গোলে এগিয়ে যায় পাকিস্তান। শেষে ২-১ স্কোরলাইনের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

এর আগে ঠিক একদিন আগে প্রথম ম্যাচে ফ্রিগ ওসলো এফকে টিমের বিপক্ষে ১১-১  গোলের বিশাল ব্যবধানে জেতে পাকিস্তান। সবুজ জার্সি গায়ে আদিক আলী একাই করেন ৪ গোল, এছাড়াও সাউদ আহমেদ ও ফয়সাল আহমেদ দুটি করে গোল করেন।  মোহাম্মদ আলী, মোহাম্মদ আদেল ও সাহিল গুলরা করেন একটি করে গোল।

অপরদিকে, নরওয়ের ক্লাবটির হয়ে একমাত্র গোলটি করেন স্কট ম্যাকনল। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি