ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

মার্কিন সামরিক বাহিনীর উপর আস্থা দুই দশকে সর্বনিম্নে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম

মার্কিন সামরিক বাহিনীর উপর আস্থা দুই দশকে সর্বনিম্নে

 মার্কিন সামরিক বাহিনীর উপর আস্থা দুই দশকে সর্বনিম্নে

মার্কিন সামরিক বাহিনীর প্রতি আমেরিকার জনগণের আস্থা গত পাঁচ বছর ধরে এই আস্থা অব্যাহতভাবে কমেছে। গ্যালপের সাম্প্রতিক এক জরিপ থেকে এই তথ্য উঠে এসেছে। পহেলা জুন থেকে ২২ জুন পর্যন্ত এই জরিপের ফলাফলে দেখা যায়, আমেরিকার মাত্র সাত ভাগ মানুষ বর্তমানে সামরিক বাহিনীর প্রতি আস্থা প্রকাশ করেছে।

গ্যালপের রিপোর্টে বলা হয়েছে মার্কিন সামরিক বাহিনীর প্রতি আমেরিকার জনগণের আস্থা সাধারণত ৭০ ভাগের ওপরে থাকে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার কথিত সন্ত্রাসী হামলার পর মার্কিন সামরিক বাহিনীর প্রতি আস্থা কমে যাওয়ার ঘটনা শুরু হয়।

গোলযোগপূর্ণ অবস্থার মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার আগ পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর প্রতি আমেরিকার জনগণের আস্থা ছিল শতকরা ৬৯ ভাগ। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর ২০২২ সালে সেই আস্থা কমে দাঁড়ায় শতকরা ৬৪ ভাগে। ২০২৩ সালে তা আরো কমে শতকরা ৬০ ভাগে গিয়ে ঠেকেছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি