ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

সিধু মুসেওয়ালা হত্যা-কাণ্ডে বড় সাফল্য! শচীনকে হাতে পেল দিল্লি পুলিশ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম

সিধু মুসেওয়ালা হত্যা-কাণ্ডে বড় সাফল্য! শচীনকে হাতে পেল দিল্লি পুলিশ

সিধু মুসেওয়ালা হত্যা-কাণ্ডে বড় সাফল্য! শচীনকে হাতে পেল দিল্লি পুলিশ

বড়সড় সাফল্য সিধু মুসেওয়ালা  হত্যা-কাণ্ডে। খুনের অন্যতম অভিযুক্ত শচীন বিষ্ণোইকে  আজার বাইজান থেকে ভারতের হাতে তুলে দেওয়া হল। পুলিশের স্পেশাল ফোর্সের হাতে শচীনকে তুলে ধরা হয়েছে বলে জানা গিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে সিধু মুসেওয়ালা হত্যা-কাণ্ডের জট খুলে যাবে বলেই মনে করা হচ্ছে।

 শুধু তাই নয়, একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে বলেই মনে করা হচ্ছে। জানা যায়, সিধু মুসেওয়ালা খুনের পর আজারবাইজান  পালা শচীন। ভুয়ো পাসপোর্ট ব্যবহার করে সে। যদিও তাঁকে ধরতে গত কয়েকদিন ধরেই নানা ভাবে চেষ্টা চালাচ্ছিলেন তদন্তকারীরা। সেই মতো রবিবারই আজারবাইজান যান দিল্লি পুলিশের স্পেশাল চার আধিকারিকরা। আজারবাইজানের রাজধানী বাকুতে শচীন বিষ্ণোইকে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সে দেশের প্রশাসনের আধিকারিকরা সেই সময় উপস্থিত ছিলেন।
 সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি