এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০১ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম
বর্ষা নিয়ে সুখবর দিল আইএমডি! অগাস্ট-সেপ্টেম্বরে কেমন হবে বৃষ্টি, পূর্বাভাস
২০২৩-এর জুলাইয়ে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে দেশে। এল নিনোকে হারিয়ে ভারতে জুলাই মাসে ১১০০-র বেশি ভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে। সারা মাসে একসঙ্গে এত বৃষ্টি এর আগে কমই হয়েছে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর। এবার আগামী অগাস্ট-সেপ্টেম্বরের বৃষ্টি নিয়েও সুখবর দিল আইএমডি! কেমন হবে অগাস্ট-সেপ্টেম্বরের বর্ষা? পূর্বাভাসে আইএমডি জানিয়েছে, বর্ষার প্রথম ভাগে উত্তর-পশ্চিম ভারতে হয়েছে ভারী বৃষ্টি। দক্ষিণ ভারতেও বৃষ্টি ছিল স্বাভাবিক। শুধু ঘাটতি ছিল পূর্বে। এরই মাঝে বর্ষার দ্বিতীয় ভাগ নিয়েও স্বস্তির খবর দিল ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর বা আইএমডি।
আইএমডি জানিয়েছে, আগামী অগাস্ট ও সেপ্টেম্বর মাসে গোটা দেশে স্বাভাবিক বৃষ্টি হবে। পূর্ব ভারত, মধ্য ভারত, উত্তর-পূর্ব অঞ্চলের কিছু অংশ ও হিমালয়ের পাদদেশে আগানী দু-মাস বৃষ্টিপাতের সম্ভাবনা স্বাভাবিকের থেকেও বেশি। দক্ষিণ ভারতের বেশিরভাগ অংশ, উত্তর-পশ্চিম ভারত ও পশ্চিম ভারতে স্বাভাবিতের থেকে কম বৃষ্টিপাত হবে। সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি