ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

 ছয় বছরে সাড়ে পাঁচ কোটি মানুষ দারিদ্রসীমার উপরে উঠে এসেছে: যোগী 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম

 ছয় বছরে সাড়ে পাঁচ কোটি মানুষ দারিদ্রসীমার উপরে উঠে এসেছে: যোগী 

 ছয় বছরে সাড়ে পাঁচ কোটি মানুষ দারিদ্রসীমার উপরে উঠে এসেছে: যোগী 

 উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বীর বাহাদুর সিং স্পোর্টস কলেজ ক্যাম্পাসে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আবাস যোজনা সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ৫১. ৫২ কোটি টাকা ট্রান্সফার করেছেন। বিভিন্ন কিস্তিতে তাঁদের সেই টাকাটি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তিতে ৫১০০ জনের সুবিদাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। 

প্রথম কিস্তিতে দেয়া হয়েছে ৫০ হাজার টাকা, আবার দ্বিতীয় কিস্তিতে দেড় লাখ টাকা দেওয়া হয়েছে। যেটি পেয়েছেন ২৬০০ দুজন, তৃতীয় কিস্তিতে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে, যা পেয়েছেন ২২৪৮ জন। মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে ১২ জন সুবিধাভোগীর হাতে চাবির ছবি তুলে দেন। সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি