ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

কাঁধের ওপর বিরাট অজগর নিয়ে সামাজিক মাধ্যম কাঁপালেন অভিনেত্রী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম

কাঁধের ওপর বিরাট অজগর নিয়ে সামাজিক মাধ্যম কাঁপালেন অভিনেত্রী

 কাঁধের ওপর বিরাট অজগর নিয়ে সামাজিক মাধ্যম কাঁপালেন অভিনেত্রী

পাকিস্তানের বিখ্যাত নাট্যাভিনেত্রী কুবরা খান তার সাম্প্রতিক ফটোশুটের মাধ্যেমে একটি ভীতিকর অজগরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছেন। বড় সাপের সঙ্গে নির্ভয়ে ছবির পোজ দেয়ার দৃশ্যটি অনেকের নজর কেড়েছে।

এই সাহসী ফটোশুটটি কুবরা খানের সাম্প্রতিক কাজের মধ্যে রয়েছে, যেখানে তাকে বিপজ্জনক সরীসৃপ এবং সাপের সঙ্গে দেখা যাবে। এই নতুন উদ্যোগে তিনি পর্দায় কি অনন্য কিছু নিয়ে আসবেন তা জানতে আগ্রহী অনুরাগীরা।

কুবরা খানের অভিনয় ক্যারিয়ারটি বেশ আলোচিত, তিনি ‘না মালুম আফরাদ’ ‘হাম কাহা কে সাচ্চে থে’ ‘মুকাবিলা’ ‘আলিফ’ এবং ‘সিফন ই আহান’ এর মতো জনপ্রিয় নাটকে কাজ করেছেন। তার রোমাঞ্চকর অভিনয় দর্শকের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা তৈরি করেছে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি