ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

সীমান্ত খুলে দিল নাইজার, ‘সংকটের সামরিক সমাধান নেই’


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম

সীমান্ত খুলে দিল নাইজার, ‘সংকটের সামরিক সমাধান নেই’

 সীমান্ত খুলে দিল নাইজার, ‘সংকটের সামরিক সমাধান নেই’

নাইজারের এসব প্রতিবেশি দেশ হলো: আলজেরিয়া. বার্কিনা ফাসো, লিবিয়া, মালি ও শাদ। দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর প্রায় এক সপ্তাহ এ পাঁচ দেশের সঙ্গে স্থল ও বিমান যোগাযোগ বন্ধ ছিল।

প্রেসিডেন্টে গার্ড বাহিনীর প্রধান জেনারেল আব্দুর রাহমান চিয়ানির নেতৃত্বে সামরিক অভ্যুথানে দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজোমকে ক্ষমতাচ্যুত করা হয়। জেনারেল চিয়ানি পরে এক টেলিভিশন ভাষণে নিজেকে দেশটির সামরিক সরকারের প্রধান হিসেবে ঘোষণা করেছেন। মঙ্গলবার তিনি সীমান্ত খুলে দেওয়ার কথা ঘোষণা করেন। এদিন নাইজার থেকে ফ্রান্সের একটি ফ্লাইট নিয়ে তার নাগরিকদের নিয়ে দেশে ফিরে যায়।

মোহাম্মাদ বাজোমের ক্ষমতাচ্যুতির হল অ্ঞ্চলটিতে তৃতীয় সামরিক অভ্যুত্থানের ঘটনা। এতে পশ্চিম আফ্রিকা ও তার বাইরে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

নাইজারের অভ্যুত্থান নিয়ে আলোচনার জন্য আঞ্চলিক জোট ইকোয়াসএর সেনাপ্রধানরা নাইজেরিয়ার রাজধানী আবুজায় বৈঠকে মিলিত হচ্ছেন। বুধবার থেকে শুক্রবার পর্যন্তু এ বৈঠক চলবে। গত রোববার জরুরী বৈঠকের পর ইকুয়াস নেতারা প্রেসিডেন্ট বজোমকে পুণর্বহাল করার জন্য সামরিক জান্তাকে এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন। অন্যথায় সামরিক হস্তক্ষেপ করার হুমকি প্রদান করেছে। এদিকে নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট আবুল সালামি আবু বকরের নেতৃত্বে জোটটির একটি প্রতিনিধিদল বুধবার নাইজার সফরে যাচ্ছেন।

কোন সামরিক সমাধান নয় : যুক্তরাষ্ট্র ও আফ্রিকান ইউনিয়ন (এইউ)একমত হয়েছে যে, নাইজার সংকটের কোন গ্রহণযোাগ্য সামরিক সমাধান নেই। এইউ কমিশনের প্রধান মুসা ফকি মুহাম্মাাদ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিনকেনের মধ্যে মঙ্গলবার ফোস আলাপে তারা এ অভিমত ব্যক্ত করেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি