ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

ইন্টারনেটে নিষেধাজ্ঞা বাড়ানো হল গুরুগ্রামে! হরিয়ানায় শান্তি বজায় রাখতে আরও বাহিনী চাইলেন খট্টর


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ আগস্ট, ২০২৩, ০৫:০৮ পিএম

ইন্টারনেটে নিষেধাজ্ঞা বাড়ানো হল গুরুগ্রামে! হরিয়ানায় শান্তি বজায় রাখতে আরও বাহিনী চাইলেন খট্টর

ইন্টারনেটে নিষেধাজ্ঞা বাড়ানো হল গুরুগ্রামে! হরিয়ানায় শান্তি বজায় রাখতে আরও বাহিনী চাইলেন খট্টর

হরিয়ানার নুহ-সহ রাজ্যের বেশ কিছু এলাকায় মোবাইল ইন্টারনেটের ওপরে নিষেধাজ্ঞা আরও বাড়ানো হয়েছে। পাশাপাশি এসএমএস পরিষেবার ৫ অগাস্ট পর্যন্ট স্থগিত রাখার করা জানানো হয়েছে সরকারি নির্দেশিকায়।

সংঘর্ষজনিত কারণে শান্তি-শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়, তার জন্যই এইসব সিদ্ধান্ত। নুহ ছাড়াও ফরিদাবাদ, পালওয়াল, গুরুগ্রাম, পতৌদি এবং মানেসারে ইন্টারনেট ও এসএমএস পরিষেবা বন্ধ রাখার কথা সরকারি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত সোমবার ৩১ জুলাই ভিএইচপির মিছিলে পাথর ছোড়া আর আগুন দেওয়ার ঘটনার পরেই সেখানে হিংসা ছড়িয়ে পড়ে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
 
এনবিএস/ওডে/সি