এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৩ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম
সাতশ’ ফুট উচ্চতায় দড়ির উপর হেঁটে বিশ্বরেকর্ড
দড়ির ওপর দিয়ে হাঁটা খুব অপরিচিত দৃশ্য নয় সবার কাছে। একে বলা হয় স্ল্যাকলাইন। বিভিন্ন সার্কাস কিংবা মেলায় গিয়ে এভাবে দড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে যাওয়ার দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। এর উচ্চতা সাধারণত মাটি থেকে কয়েক ফুটের মধ্যেই হয়ে থাকে। তেমনি দূরত্বও সীমাবদ্ধ থাকে মাত্র কয়েক ফুটেই। তবে এস্তোনিয়ার স্ল্যাকলাইন ক্রীড়াবিদ জান রুজ ৭০০ ফুট উচ্চতায় দড়ির ওপর দিয়ে হেঁটে পাড়ি দিয়েছেন কাতারের কাতারা টাওয়ারের দুই ভবন। গড়েছেন বিশ্ব রেকর্ড।
লুসাইল মেরিনার কাতারা টাওয়ারের এক ভবন থেকে অন্য ভবনের দূরত্ব ১৫০ মিটার বা ৪৯২ ফুটের কিছুটা বেশি। কোনো কিছুর সাহায্য ছাড়াই এতটা পথ হেঁটে পাড়ি দিয়েছেন জান রুজ। এছাড়া, আড়াই সেন্টিমিটারের দড়িতে এটিই তার সর্বোচ্চ উচ্চতায় হাঁটা।
৩১ বছর বয়সী জান রুজ বলেন, ৪০ তলার দুই ভবনের দূরত্ব অতিক্রমের পর অসাধারণ অনুভূতি হচ্ছে। সঠিক সময় খুঁজে বের করতে কষ্ট হয়েছে। এবার তাপ ও বাতাসের অবস্থা অনেক চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তবে দুঃসাহসিক এই অভিযান সফলভাবে সম্পন্ন করতে পেরে আমি গর্বিত।
মাত্র ১৮ বছর বয়সে দড়ির ওপর হাঁটার এই বিশেষ খেলার অনুশীলন শুরু করেন জান রুজ। এরই মধ্যে অর্জন করেছেন তিনবারের স্ল্যাকলাইন বিশ্ব চ্যাপিয়নশিপের খেতাব। অর্জনের ঝুলিতে রয়েছে অনেক বিশ্ব রেকর্ডও। কাজ করেছেন হলিউড সিনেমায় স্ট্যান্টম্যান হিসেবে।
এর আগে ২০২১ সালে কাজাখস্তানে দুই পর্বতের মাঝের ৫০০ মিটার দূরত্ব জীবনবাজি রেখে পাড়ি দিয়ে ইন্টারনেটে সাড়া ফেলেছিলেন এই পাগলাটে ক্রীড়াবিদ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি