ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

হাসপাতালে ভর্তি হয়েছেন আদা শর্মা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম

হাসপাতালে ভর্তি হয়েছেন আদা শর্মা

 হাসপাতালে ভর্তি হয়েছেন আদা শর্মা

‘দ্য কেরালা স্টোরি’তে অভিনয় করার পর থেকেই রাতারাতি সুপারস্টার আদা শর্মা। বলিউডে একেবারে সাড়া ফেলে দিয়েছেন অভিনেত্রী। প্রায়ই খবরের শিরোনামে জায়গা করে নেন তিনি। এবার পরবর্তী প্রজেক্টের প্রচারের মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়লেন আদা শর্মা।

জানা গেছে, হাসপাতালে ভর্তি করতে হয়েছে অভিনেত্রীকে। বলিউড সূত্রে জানা গেছে, ডায়রিয়া এবং ফুড অ্যালার্জি হওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন আদা শর্মা। তাই হাসপাতালে ভর্তি হতে হয়েছে অভিনেত্রীকে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

 কয়েক দিন ধরেই আদা শর্মা তার পরবর্তী সিরিজ ‘কম্যান্ডো’র প্রচারে ব্যস্ত রয়েছেন। বিপুল শাহ পরিচালিত এই সিরিজে মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী। বক্স অফিসে ঝড়  তোলার পর ‘দ্য কেরালা স্টোরি’ পরিচালকের সঙ্গে আবারও জুটি বেঁধেছেন তিনি। চলতি মাসেই মুক্তি পাচ্ছে ‘কম্যান্ডো’। আর তার আগেই অসুস্থ হয়ে হাসপাতালে আদা শর্মা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  
 
এনবিএস/ওডে/সি