ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

ওয়াশিংটন আদালতে শুনানির জন্য হাজির হয়েছেন ট্রাম্প


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম

ওয়াশিংটন আদালতে শুনানির জন্য হাজির হয়েছেন ট্রাম্প

 ওয়াশিংটন আদালতে শুনানির জন্য হাজির হয়েছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনী ফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে আদালতের শুনানিতে হাজির হয়েছেন। স্থানীয় সময় বিকেল ৪ টায় আদালতে ঢুকতে দেখা যায় সাবেক এই প্রেসিডেন্টকে। তার উপস্থিতির পর গোটা নগর ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর শুরু হয়েছে শুনানি। মার্কিন ম্যাজিস্ট্রেট জজ ম্যাক্সিলা উপাধ্যায়ার নেতৃত্বে শুনানি গ্রহনের কাজ শুরু করেছে আদালত।

ট্রাম্প প্রবেশের আগে আদালতে ঢুকতে দেখা যায় বিচার বিভাগের বিশেষ কাউন্সিল জ্যাক স্মিথসহ, ট্রাম্পের আউনজীবী জন লরো ও টড ব্লাঞ্চ।

আদালতের বাইরে ট্রাম্পের সমর্থক জড়ো হয়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে, ট্রাম্পকে সমর্থন জানিয়ে শ্লোগান দিচ্ছে কিছু দল।

বিশেষ কাউন্সিল জ্যাক স্মিথ মঙ্গলবার ট্রাম্পের বিরুদ্ধে ৪৫ পৃষ্ঠার অভিযোগ উন্মোচন করেছেন যাতে তিনি যুক্তরাষ্ট্রকে প্রতারণা করার ষড়যন্ত্র এবং আমেরিকান ভোটারদের তার মিথ্যা দাবি দিয়ে ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে জয়লাভ করার চেষ্টা করার জন্য অভিযুক্ত করেন।

ট্রাম্পের বিরুদ্ধে আনীত অভিযোগে বলা হয়েছে, ‘চক্রান্তের উদ্দেশ্য ছিল নির্বাচন জালিয়াতির জ্ঞাতসারে মিথ্যা দাবি ব্যবহার করে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের বৈধ ফলাফলকে পাল্টে দেওয়া।’

এর আগে একজন পর্ন তারকাকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করানো এবং  রাষ্ট্রীয় গোপন নথি সংরক্ষণে গাফিলতির অভিযোগে ফৌজদারি অভিযোগে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট বা সাবেক প্রেসিডেন্ট যিনি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  
 
এনবিএস/ওডে/সি