এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম
আদালতে নিজেকে নির্দোষ দাবি ট্রাম্পের: পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনী ফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে আদালতের শুনানির সম্মুখিন হন। স্থানীয় সময় বিকেল ৪ টায় শুনানি কার্যক্রম শুরু করে ওয়াশিংটন আদালত।
এসময় ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনী ফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রের ভিত্তিতে আনিত ৪টি অভিযোগের প্রত্যেকটি অস্বীকার করেন সাবেক এই প্রেসিডেন্ট।
পরবর্তী শুনানির তারিখ হিসেবে আগামী ২৮ আগস্ট স্থানীয় সময় সকাল ১০ টায় নির্ধারণ করেন মার্কিন ম্যাজিস্ট্রেট জজ ম্যাক্সিলা উপাধ্যায়া।
তিনি বলেন, ম্যাজিস্ট্রেট তানিয়া চুটকানের নেতৃত্বে পরবর্তী শুনানি গ্রহন করা হবে।
এর আগে বিচার বিভাগের বিশেষ কাউন্সিল জ্যাক স্মিথ মঙ্গলবার ট্রাম্পের বিরুদ্ধে ৪৫ পৃষ্ঠার অভিযোগ উন্মোচন করে বলেছিলেন, এই বিচারকাজ দ্রুত নিষ্পত্তি করা হবে।
এদিকে মঙ্গলবার ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, ‘নির্বাচনে পরাজিত হওয়ার পরও, পরাজিত প্রার্থী (ট্রাম্প) ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিলেন। তাই ২০২০ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের দুই মাসের বেশি সময় পর তিনি এই বলে মিথ্যা ছড়িয়েছিলেন যে, নির্বাচনের ফলে জালিয়াতি হয়েছে এবং প্রকৃতপক্ষে তিনিই জিতেছেন।
ট্রাম্পের বাক্স্বাধীনতা রয়েছে উল্লেখ করে ৪৫ পাতার অভিযোগে বলা হয়েছে, তবে তিনি নির্বাচনের ফল উল্টে দেওয়ার জন্য বেআইনি পথ বেছে নিয়েছিলেন। ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করতে ষড়যন্ত্র, অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার ষড়যন্ত্রসহ মোট চারটি অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে ষড়যন্ত্রকারী হিসেবে আরও ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে একজন মার্কিন রাজনীতিক রুডি জুলিয়ানি বলে মনে করা হচ্ছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি