ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

রাতে প্রথমবারের মত যৌথ মহড়া করল রাশিয়া ও সিরিয়া


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম

রাতে প্রথমবারের মত যৌথ মহড়া করল রাশিয়া ও সিরিয়া

 রাতে প্রথমবারের মত যৌথ মহড়া করল রাশিয়া ও সিরিয়া

রাশিয়া ও সিরিয়া এই প্রথমবারের মতো রাত্রিকালীন এ যৌথ মহড়া সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মোকাবেলার লক্ষ্যে করে বলে বলছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-মায়াদিন টিভি চ্যানেল বৃহস্পতিবার জানিয়েছে, তাদের বিমান বাহিনীর পাশাপাশি অ্যারোস্পেস ডিভিশন সিরিয়ার হামা প্রদেশে ঐ দেশটির সেনাবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছে। এতে সুখোই-২৪, সুখোই-৩৫ এবং কে-৫২ হেলিকপ্টারের সিরিয়ার সামরিক বাহিনীর পাশাপাশি কামান ইউনিট সক্রিয়ভাবে তৎপরতা চালায়।

সিরিয়ার ভূখণ্ডে এখনও যেসব সন্ত্রাসী সংগঠন তৎপরতা চালাচ্ছে তাদেরকে ঘায়েল করার অংশ হিসেবে কিছু কল্পিত অবস্থান তৈরি করা হয় এবং সেগুলোতে বোমাবর্ষণ করা হয়।

গত মাসেও সিরিয়া ও রাশিয়া যৌথ সামরিক মহড়া চালিয়েছে। কিন্তু সেটা রাত্রিকালীন মহড়া ছিল না।

সিরিয়ায় বড় ধরণের সন্ত্রাসী গোষ্ঠীগুলো অনেকটা নির্মূল হয়ে গেলেও এখনও কয়েকটি জঙ্গি গোষ্ঠী তৎপর রয়েছে। এসব সংগঠনের পেছনে আমেরিকার সমর্থন ও সহযোগিতা রয়েছে বলে সিরিয়ার সরকার অভিযোগ করে আসছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  
 
এনবিএস/ওডে/সি