এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম
নিরাপত্তা গ্যারান্টি নিয়ে যুক্তরাষ্ট্র-ইউক্রেন আলোচনা শুরু
গত বৃহস্পতিবার কিয়েভ ও ওয়াশিংটন এ আলোচনা শুরু করেছে। দুই দেশের কর্মকর্তারা একথা জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি দেওয়ার কথা বলেছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্টাফ প্রধান বলেছেন, জি-৭ শীর্ষ সম্মেলন ও ন্যাটো শীর্ষ সম্মেলনে এ গ্যারান্টি দেওয়ার কথা ঘোষণার পর এ বিষয়ে আলোচনার এ উদ্যোগ নেওয়া হল।
ইউক্রেনকে জানানো হয়েছে যে, রাশিয়ার ১৭ মাসের আগ্রাসন ও দখলদারিত্বের প্রেক্ষাপটে ইউক্রেনের সামরিক শক্তি জোরাদার করতে জি-৭ জোট নিরাপত্তার গ্যারান্টি প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে।
কিয়েভ সরকার এ আলোচনাকে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন(ন্যাটো) জোটের শীর্ষ সম্মেলনে দেশটির অন্তর্ভুক্ত করার বিষয় স্থগিত রাখার অন্তবর্তী পর্যায়ের পদক্ষেপ বলে মনে করছে। লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলেনস্কির স্টাফ প্রধান এন্ড্রিটি ইয়েরমাক টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, এটি প্রতীকী আলোচনা। যুক্তরাষ্ট্র আমাদের সবচাইতে বড় কৌশলগত শরিক দেশ। তাই আমরা প্রথম এ দেশটির সঙ্গে আলোচনা শুরু করেছি। এ প্রক্রিয়া আমাদের অন্যান্য শরিকের জন্যও একটি সফল মডেল হবে। জি৭ গ্রুপের প্রত্যেক সদস্য আলোচনার মাধ্যমে চুক্তি করতে সম্মত হয়েছে।
ইয়েরমাক আরও বলেছেন যে, ইউক্রেন মনে করছে এ গ্যারান্টি ন্যাটো ও ইইউসহ ইউরো-আটলান্টিক সংস্থাগুলোতে ভবিষ্যতে কিয়েভের সদস্য পদ লাভের পথকে সুগম করবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি