ঢাকা, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ হলেন অ্যান্ডি ফ্লাওয়ার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ আগস্ট, ২০২৩, ০৪:০৮ পিএম

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ হলেন অ্যান্ডি ফ্লাওয়ার

 রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ হলেন অ্যান্ডি ফ্লাওয়ার

আইপিএলের ১৬টি আসর শেষ হলেও এখন পর্যন্ত  ট্রফি জয়ের স্বাদ পাইনি ভারতের অন্যতম কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি ও তার দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যে দলটিতে খেলেছেন ক্রিস গেইল, ব্যান্ডেন ম্যাককালাম, ডিভিলিয়ার্স ও শেন ওয়াটশনের মতো টি-টোয়েন্টির বিশ^ বিখ্যাত তারকা ক্রিকেটাররা। প্রতিবারের ন্যায় এবারেও  ডুপ্লেসি-ম্যাক্সয়েলের মতো তারকা ক্রিকেটাদের নিয়ে দল গড়েও সেমিফাইনালে উঠতে পারেনি বেঙ্গালুরু। তাই আসন্ন ১৭তম আসরের জন্য আগে থেকে দলকে ঢেলে সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।

দীর্ঘ দিন ধরেই আরসিবির হেড কোচের দায়িত্ব পালন করছিলেন বাঙ্গার। দলের সাফল্য না আসায় এবার তাকে বাদ দিয়ে কোচ হিসেবে দলটি নিয়োগ দিয়েছে অ্যান্ডি ফ্লাওয়ারকে। বাঙ্গার এক সময় ভারতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন। ফর্ম হারানো কোহলিকে ব্যক্তিগতভাবে অনুশীলনও করিয়েছিলেন তিনি। সেই কোচকেই ছেঁটে ফেলেছে আরসিবি। যদিও বোলিং কোচ অ্যাডাম গ্রিফিথকে রেখে দেওয়া হয়েছে। এছাড়াও দলের ডিরেক্টর অফ ক্রিকেট মাইক হেসনকে ছেঁটে ফেলেছে আরসিবি। এই বছর ৩১ আগস্ট পর্যন্ত চুক্তি ছিল হেসনের সঙ্গে। তা আর বৃদ্ধি করা হয়নি।

এর আগে লখনৌ সুপার জায়ান্টসের ডিরেক্টর অফ ক্রিকেট ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। তাকে ছেঁটে ফেলের পর ইতিমধ্যেই জাস্টিন ল্যাঙ্গারকে কোচ করেছে লখনৌ। অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচকে আনার ব্যাপারে মুখ্য ভূমিকা নিয়েছেন দলের মেন্টর গম্ভীর। অতীতে ল্যাঙ্গারের অধীনে ক্রিকেটের বেশ কিছু কৌশল শিখেছিলেন তিনি। জানতেন ল্যাঙ্গার দলে কতটা প্রভাব ফেলতে পারেন। সে কারণেই লখনৌকে ট্রফি জেতাতে দলে নিয়ে এসেছেন তাঁকে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  
 
এনবিএস/ওডে/সি