ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

হরিয়ানায় শান্তি প্রতিষ্ঠার যুক্তরাষ্ট্রের আহ্বান, বিজেপির বুলডোজার অভিযান শুরু


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ আগস্ট, ২০২৩, ০৪:০৮ পিএম

হরিয়ানায় শান্তি প্রতিষ্ঠার যুক্তরাষ্ট্রের আহ্বান, বিজেপির বুলডোজার অভিযান শুরু

 হরিয়ানায় শান্তি প্রতিষ্ঠার যুক্তরাষ্ট্রের আহ্বান, বিজেপির বুলডোজার অভিযান শুরু

 বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ‘আমরা বরাবরের মতোই শান্তি বজায় রাখা ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে হিংসাত্মক কাজকর্ম থেকে বিরত থাকার আর্জি জানাচ্ছি।’ মুখপাত্র এ-ও বলেছেন, হরিয়ানার সংঘর্ষে কোনও মার্কিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে এখনও তাদের জানা নেই। তারা দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছেন।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেন প্রশাসনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হরিয়ানায় শান্তি প্রতিষ্ঠার আহবানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়া জানিয়েছিলো। তবে তাৎপর্যপূর্ণ ভাবে, মণিপুর প্রসঙ্গের মতো হরিয়ানার ঘটনাকে ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে তীব্র প্রতিক্রিয়া দেয়নি ভারত।

এই প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী শুক্রবার বলেন, ‘শান্তি-শৃঙ্খলা ফেরাতে স্থানীয় কর্তৃপক্ষ যা ব্যবস্থা নেওয়ার, নিয়েছেন। যুক্তরাষ্ট্রের মন্তব্যটি আমরা দেখেছি।’

দি ওয়ালের প্রতিবেদনে বলা হয়েছে, হরিয়ানার গুরুগ্রাম থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। শুক্রবার  সেখানে মসজিদে প্রার্থনার জন্য যেতে মুসল্লিদের নিষেধ করেছে প্রশাসন।

হরিয়ানার বিজেপি সরকার শুক্রবার সকাল থেকে সাম্প্রদায়িক দাঙ্গা বিক্ষুব্ধ নুহ জেলার কিছু এলাকায় বুলডোজার অভিযান শুরু করেছে। দু’দিন আগেই মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর সংবাদ সম্মেলন করে বুলডোজার অভিযানের কথা ঘোষণা করেছিলেন। তিনি বলেন, দাঙ্গায় জড়িতদের কড়া সাজা দেওয়া হবে। ভেঙে দেওয়া হবে তাদের ঘরবাড়ি।

নুহ’র পুলিশ সুপারকে বৃহস্পতিবারই সরিয়ে দেয় হরিয়ানা সরকার। নতুন পুলিশ সুপার বৃহস্পতিবার রাতে দায়িত্ব নিয়ে শুক্রবার সকাল থেকে বুলডোজার অভিযান শুরু করেছেন। জেলার তাউরা এবং সোনা এলাকায় বুলডোজার দিয়ে রাস্তার ধারে থাকা ঝুপড়িগুলি ভেঙে দেওয়া হচ্ছে, যেখানে অনেক মুসলমান বাস করেন।

একটি সর্ব ভারতীয় টিভি চ্যানেলের খবর অনুযায়ী, তাউরা এবং সোনা মিশ্রবসত এলাকা। হিন্দু ও মুসলিম, দুই সম্প্রদায়ের মানুষেরই ওই এলাকায় বাস। টিভি চ্যানেলের খবর অনুযায়ী ঝুপড়ির বাসিন্দাদের বেশিরভাগই মূলত মুসলিম। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  
 
এনবিএস/ওডে/সি