এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৩, ০৪:০৮ পিএম
পাইরেসি ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিচ্ছে: নিপুণ
গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমা ‘সুড়ঙ্গ’ সম্প্রতি পাইরেসির কবলে পড়েছে। বিষয়টি নিয়ে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সিনেমা সংশ্লিষ্টরা সাক্ষাৎ করার পর পাইরেসিতে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘পাইরেসি ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিচ্ছে’।
নিপুণ বলেন, ‘পাইরেসি গলার কাঁটা না, পাইরেসি একটা মরণব্যাধি। আমি যখন আসি তখন প্রয়াত মান্না ভাইকে এ নিয়ে আন্দোলন করতে দেখেছি। তখন অতকিছু বুঝতাম না যে ওনারা কীসের বিরুদ্ধে এত আন্দোলন করছে। ‘সুড়ঙ্গ’ হোক কিংবা যে ছবিই হোক, প্রতিটাই আমাদের ইন্ডাস্ট্রির ছবি। একটা ছবি পাইরেসি মানেই আমাদের ইন্ডাস্ট্রিকে পঙ্গু করে দেয়া। কারণ এ ছবিগুলো এখনো বিজনেস করছে। এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য ডিবিকে অবশ্যই ধন্যবাদ জানাই।’
তিনি বলেন, ‘আসলে শুধু গ্রেপ্তার করলেই হবে না, দেখতে হবে পাইরেসিটা কোত্থেকে হচ্ছে, কারা করছে এবং কীভাবে হচ্ছে। মাঝখানে দীর্ঘদিন পাইরেসি বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে। আসলে মাঝখানে তেমন ব্যবসাসফল সিনেমা হয়নি। এখন যখন চলচ্চিত্রগুলো ভালো ব্যবসা করছে পাইরেটররাও সক্রিয় হচ্ছে। ওদের টার্গেটই থাকে ব্যবসাসফল সিনেমাগুলো।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি