ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

যোগীর পথে হাংটলেন খট্টর, নূহ-য়ে বেআইনি বস্তি গুঁড়িয়ে দিল হরিয়ানা সরকার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম

যোগীর পথে হাংটলেন খট্টর, নূহ-য়ে বেআইনি বস্তি গুঁড়িয়ে দিল হরিয়ানা সরকার

যোগীর পথে হাংটলেন খট্টর, নূহ-য়ে বেআইনি বস্তি গুঁড়িয়ে দিল হরিয়ানা সরকার

অশান্তির আগুন এখনও থামেনি। তারই মধ্যে চরম পদক্ষেপ করে বসলেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। যোগীর পখথে হেঁটেই নূহের কাছে সব অস্থায়ী বস্তিতে বুল্ডোজার চালালেন তিনি। বুল্ডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল একের পর এক অস্থায়ী শিবির।

 গত পরশু থেকে অশান্তি ছড়িয়েছে নূহয়ে। তারমধ্যেই এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। হরিয়ানা সরকারের দাবি, এই সব বস্তিতে বেআইনি ভাবে বাংলাদেশ থেকে এসে বসবাস করছিলেন বাসিন্দারা। আগে তাঁরা অসমে আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে হরিয়ানায় এসে সরকারের জমিতে বেআইনি ভাবে ঘরবাড়ি তৈরি করে বসবাস করছিল তারা।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
 
এনবিএস/ওডে/সি