ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

কোরআন অবমাননার পর প্রতিশোধের ভয়ে সীমান্তে ডেনমার্কের কড়াকড়ি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম

কোরআন অবমাননার পর প্রতিশোধের ভয়ে সীমান্তে ডেনমার্কের কড়াকড়ি

 কোরআন অবমাননার পর প্রতিশোধের ভয়ে সীমান্তে ডেনমার্কের কড়াকড়ি

উত্তর ইউরোপের দেশ ডেনমার্কে গত কয়েকদিনে একাধিকবার মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ পোড়ানো হয়েছে। বাকস্বাধীনতার নামে কোরআন অবমাননা করায় ক্ষুব্ধ হয়েছেন বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান। কোরআন অবমাননা করায় প্রতিশোধমূলক হামলা চালানো হতে পারে, এমন আশঙ্কা থেকে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে ডেনমার্ক। দেশটির সরকার জানিয়েছে, অপ্রত্যাশিত কেউ যেন ডেনমার্কে প্রবেশ করতে না পারেন সে ব্যাপারে সতর্ক থাকবে তারা। এর আগে সুইডেনও এই একই সিদ্ধান্ত নিয়েছিল।

ডেনমার্কের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, নির্দিষ্ট এবং বর্তমান হুমকির প্রতিক্রিয়া জানাতে ডেনমার্কে কারা প্রবেশ করছে তাদের ওপর নজর বাড়াতে সীমান্ত নিয়ন্ত্রণ কঠোর করা এই সময়ে প্রয়োজন। শুরুতে ১০ আগস্ট পর্যন্ত সীমান্তে এই কড়াকড়ি থাকবে।

ডেনমার্ক এবং সুইডেনে অতি-ডানপন্থীরা সাম্প্রতিক মাসগুলোতে পবিত্র কোরআনের একাধিক অনুলিপি পুড়িয়েছে। এতে গোটা মুসলিম বিশ্বে ক্ষোভে ফুঁসে উঠেছে। এই দুই সরকারকে এ ধরনের কাজ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন মুসলিম নেতারা।

ডেনমার্ক এবং সুইডেন দুই দেশের সরকারই কোরআন পোড়ানোর নিন্দা জানিয়েছে। এছাড়া কোরআন অবমাননাকে অবৈধ করার চিন্তা-ভাবনাও করছে তারা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  
 
এনবিএস/ওডে/সি