ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

সহধর্মিণী হিসেবে আমি তার সাহস জোগাই: তিশা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম

সহধর্মিণী হিসেবে আমি তার সাহস জোগাই: তিশা

 সহধর্মিণী হিসেবে আমি তার সাহস জোগাই: তিশা

 দেশের জনপ্রিয় তারকা দম্পতি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এক যুগেরও বেশি সময়ের সংসার জীবন চলছে তাদের, কাজের ক্ষেত্রেও তাই। দুজনে একে-অন্যের প্রতি শ্রদ্ধাবোধ কিংবা তার যৌথ জীবন, অন্যদের জন্য অনুপ্রেরণারও বটে।

এদিকে ফারুকীর নেতৃত্বে আসছে ‘মিনিস্ট্রি অব লাভ’ অর্থাৎ ভালোবাসার গল্পে ১২টি সিনেমা। বৃহস্পতিবার সন্ধ্যায় ওটিটি প্লাটফর্ম ‘চরকি’ আয়োজিত এক অনুষ্ঠানে ফারুকী এই প্রজেক্টের সমস্ত কৃতিত্ব দিলেন স্ত্রী তিশাকে। তিনি জানিয়েছেন, এই প্রজেক্টের ধারণাটা তিশাই তাকে দিয়েছে।

এরপর অই অনুষ্ঠানে তিশা বলেন, ‘সহধর্মিণী হিসেবে আমি তাকে উৎসাহ দেই, সাহস জোগাই, ভুল ধরিয়ে দেয়ার চেষ্টা করি। কাজের ক্ষেত্রে হোক বা সেটা অন্য কোনো বিষয়ে। সে যেটা বলেছে এই প্রজেক্টের মূল চিন্তাটা আমার, সেটা না। অনেকদিন ধরে সে আমাকে বলছিল একটা প্রেমের গল্প করতে চাই। তখন আমি বললাম, একটা কেন? করলে অনেকগুলো করতে হবে। কারণ, একটা দিয়ে তো খুব বেশি পরিবর্তন সম্ভব হয় না। সেই জায়গা থেকে ও হয়তো সেটার উদ্যোগ নিয়েছে।’

মোস্তফা সরয়ার ফারুকীর স্ত্রী হিসেবে অনেকেই তিশাকে পরিচালনায় দেখতে চান। কিন্তু পরিচালনায় আগ্রহ নেই তিশার। তিনি বলেন, ‘আমি যখন পরিচালকের সঙ্গে ছিলাম না তখন পরিচালনার কথা ভাবতাম। আমি ১২ বছর ধরে পরিচালকের সঙ্গে থাকছি। এখন সেটা করতে চাই না। কারণ, পরিচালনা অনেক কঠিন একটা কাজ।’

অভিনয়ে দুই যুগের ক্যারিয়ার। তার নামের পাশে শত শত নাটক থাকলেও সিনেমা সর্বসাকুল্যে ১৩টি। এ প্রসঙ্গে তিশা জানান, দীর্ঘ চার বছর টেলিভিশন নাটকের জন্য ক্যামেরার সামনে দাঁড়াননি। এই ইন্ডাস্ট্রি সম্পর্কে এখন তেমন ধারণা নেই। ভালো গল্পের সিনেমার জন্যই বেশি মন টানছে তার।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  
 
এনবিএস/ওডে/সি