এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৩, ০২:০৮ পিএম
শতাব্দী-রাজধানী থেকে জানেন কোথায় আলাদা বন্দে ভারত স্লিপার?
খুব শীঘ্রই চলবে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। আর অত্যাধুনিক এই ট্রেন প্রোটোটাইপ ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টারি তে তৈরি হচ্ছে। জানা যাচ্ছে, মুম্বই-দিল্লি রুটে প্রথম বন্দে ভারত স্লিপার চলবে। ভারতীয় রেল ট্রেন
যাত্রা বদলে দিতে চাইছে। আর তাই আগামী চার বছরে অন্তত ৪০০ টি বন্দে ভারত ট্রেন গোটা দেশে চালাতে চায় রেলওয়ে। আর সেই তালিকায় যেমন বন্দে ভারত ট্রেন রয়েছে, তেমনই বন্দে ভারত স্লিপার এবং বন্দে ভারত মেট্রো রয়েছে। সেই লক্ষ্যেই এই মুহূর্তে কাজ করছে মন্ত্রক।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি