এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৩, ০৪:০৮ পিএম
আমার পিএসজি ছাড়ার গুজবটা যতটা না হাস্যকর, ততটাই ভিত্তিহীন: এনরিকে
স্প্যানিশ কোচ লুইস এনরিকে পিএসজির চাকরি নিয়েছেন এক মাস আগে। সবে প্রাক মৌসুম শেষ করেছেন। এখনও মৌসুম শুরু হয়নি। এর মধ্যে তিনি পিএসজি ছাড়ার কথা ভাবছেন বলে সংবাদ মাধ্যমে গুঞ্জন বেরিয়েছে।
স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে, এনরিকে পিএসজি ছাড়ার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। কারণ পিএসজির স্কোয়াড ও প্রজেক্ট নিয়ে অস্থিতিশীল পরিস্থিতিতে বিরক্ত তিনি।
চলমান গুঞ্জনে এবার মুখ খুললেন স্প্যানিশ এই কোচ। ভক্ত-সমর্থকদের শঙ্কা দূর করে ভিন্ন সুর শোনালেন সাবেক বার্সেলোনা এবং স্পেন জাতীয় দলের কোচ। ইনস্টাগ্রামে কোচিং স্টাফদের নিয়ে বৈঠকের ছবি পোস্ট ঐকতার বার্তা দিলেন। সেই পোস্টের শিরোনামে এনরিকে লিখেছেন, সবার জন্য একজন, একজনের জন্য সবাই।
দলবদলবিষয়ক ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও জানিয়েছেন, পিএসজি ছেড়ে কোথাও যাচ্ছেন না লুইস এনরিকে। পিএসজির এক মুখপাত্র রোমানোকে বলেন, এই গুজবটা যতটা না হাস্যকর, ততটাই ভিত্তিহীন।
পিএসজির সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন লুইস এনরিকে। ২০২৫ সাল পর্যন্ত প্যারিসেই থাকবেন এই স্প্যানিশ কোচ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি