ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

এশিয়া কাপ ও বিশ্বকাপে তাসকিনকে ভালো খেলতে বললেন প্রধানমন্ত্রী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম

এশিয়া কাপ ও বিশ্বকাপে তাসকিনকে ভালো খেলতে বললেন প্রধানমন্ত্রী

 এশিয়া কাপ ও বিশ্বকাপে তাসকিনকে ভালো খেলতে বললেন প্রধানমন্ত্রী

 শনিবার (৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তাসকিনকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার তুলেদেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় জাতীয় দলের ডানহাতি পেসার তাসকিন আহমদেকে সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপে ভালো করে খেলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি শুভকামনা জানিয়েছেন তিনি।

ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় এবারের শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদের সেরা ক্রীড়াবিদের স্বীকৃতি পেয়েছেন তাসকিনসহ নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুন ও গত এসএ গেমসের সোনাজয়ী ভারোত্তোলক জিয়ারুল ইসলাম।

পুরস্কার গ্রহণ শেষে প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে তাসকিন বলেন, আসলে জিজ্ঞেস করছিল যে সামনে কি কি খেলা আছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলছিলেন যে সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ আছে সবার জন্য শুভ কামনা ভালো মতো খেলো।

পুরস্কারের ক্রেস্ট তাসকিনের হাতে তুলে দেওয়ার সময় দেখা যায় প্রধানমন্ত্রী তাসকিনকে কিছু একটা বলছেন। তাসকিনও মাথা নেড়ে সায় দিচ্ছেন। সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রথমবার জাতীয় পুরস্কার পেয়েছেন এই তারকা পেসার।

উচ্ছ্বসিত তাসকিন বলেন, প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পেলাম, মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে যেটা আমার জন্য খুবই গর্বের বিষয়। আমার আসলে খুবই ভালো লাগছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি