ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

কম খরচে বিয়ে করলেন নিলয়-হিমি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম

কম খরচে বিয়ে করলেন নিলয়-হিমি

 কম খরচে বিয়ে করলেন নিলয়-হিমি

 গতকাল বেসরকারি টেলিভিশন গ্লোবাল টিভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া ‘কম খরচে বিয়ে’ নাটকে নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি কম খরচে বিয়ে করেছেন। নাটকটি নির্মাণ করেন এ সময়ের নির্মাতা আলম আনোয়ার। ইতিমধ্যেই নাটকটি জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের কাছে।

এ নাটকে আরো অভিনয় করেছেন শেলী আহসান, জাবেদ গাজী, রিমু রোজা খন্দকার, নূর এ কাঞ্চন, খায়রুল আলম টিপু, আজম খান, তানিয়া বিনতে মেহেক, জয়নাল আবেদিন, শাফিজ মামুন, সৈয়দা নাসরিন প্রমুখ। নাটকটির রচনা করেছেন ফাহরিয়ান চৌধুরী তন্ময়। চিত্রগ্রহণে বিকাশ সাহা, মিউজিকে আপেল মাহমুদ এমিল, সহযোগী পরিচালক ফয়সাল আগুন, ইয়াসির আরাফাত ও সাঈদ খান টিটু।

এ বিষয়ে নির্মাতা আলম আনোয়ার বলেন, ‘কম খরচে বিয়ে’ নাটকটি বর্তমান সময়ের গল্প। মধ্যবিত্ত পরিবারে আমাদের চার পাশে ছেলে-মেয়েদের বিয়ে নিয়ে দেখা যায় অনেকে কম টাকা ব্যয় করে নিজেদের সাধ্যের মধ্যে বিয়ে করতে। আমি চেষ্টা করেছি সময়ের সঙ্গে নিজেকে তুলে ধরতে। ‘কম খরচে বিয়ে’ গতকাল মুক্তি পাবার পর থেকেই অনেকে প্রশংসা পেয়েছি, এখনো পাচ্ছি। খুব ভালো লাগছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি