ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

আমেরিকা এখনও ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি অনুসরণ করছে: মুখপাত্র


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ মে, ২০২২, ০২:০৫ পিএম

আমেরিকা এখনও ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি অনুসরণ করছে: মুখপাত্র

আমেরিকা এখনও ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি অনুসরণ করছে: মুখপাত্র

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকার নতুন নিষেধাজ্ঞা প্রমাণ করছে মার্কিন সরকার মুখে যাই বলুক দেশটি এখনও ইরানের ব্যাপারে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি অনুসরণ করছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় বুধবার ইরানের তেল বিক্রির একটি নেটওয়ার্কের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। আমেরিকা এই নেটওয়ার্ককে ‘রাশিয়ার সমর্থনপুষ্ট তেল চোরাচালান ও মানি লন্ডারিং নেটওয়ার্ক’ বলে অভিহিত করেছে। ওয়াশিংটন দাবি করছে, এই নেটওয়ার্ক ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সকে অর্থের যোগান দিচ্ছিল।

সাঈদ খাতিবজাদে বৃহস্পতিবার এ সম্পর্কে বলেন, ইরান এবং এদেশের সশস্ত্র বাহিনীগুলো বিশেষ করে আইআরজিসি’র কুদস ফোর্স সব সময় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর টার্গেটে পরিণত হয়েছে। সেইসঙ্গে এসব সন্ত্রাসী গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা বহু বছর ধরে আইআরজিসি ও কুদস ফোর্সকে টার্গেট করে নিষেধাজ্ঞা দিয়ে এসেছে।

তিনি বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি গ্রহণ করেছিলেন তা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অথচ তিনিও ট্রাম্পের সেই ব্যর্থ নীতিই অনুসরণ করছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন আমেরিকা এমন সময় নতুন করে এ নিষেধাজ্ঞা আরোপ করল যখন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি সম্প্রতি বলেছেন, ইরানের ওপর একতরফা মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এর ফলে ইরানি জনগণের মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে