এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৩, ০২:০৮ পিএম
হিরোশিমা দিবসে পারমানবিক বোমা ধ্বংসের আহ্বান
জাপান রোববার (৬ আগষ্ট) হিরোশিমা শহরে মার্কিন আনবিক বোমা হামলার ৭৮তম বার্ষিকী পালন করে। ১৯৪৫ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় এদিন হিরোশিমা শহরের দুনিয়ার প্রথম আানবিক বোমা হামলা হয়। রোদঝলমল সকালে এ হামলায় মুহূর্তে শহরটিতে নেমে আসে এক মহাপ্রলয়। ‘লিটল বয়’ নামের এ মার্কিন আণবিক বোমা হামলায় মুহূর্তে প্রাণ হারান ৮০ হাজার নিরপরাধ সাধারণ মানুষ। পরে তেজস্ক্রিয়তায় মারা যান আরও হাজার হাজার মানুষ।
হিরোশিমার মেয়র কাজুমি মাতসুই পারমানবিক অস্ত্র ধ্বংস করার আহ্বান জানিয়েছেন। তিনি জি-৭ নেতাদের পারমানবিক সুরক্ষার ধারণাকে ‘মুর্খতা’ বলে অভিহিত করেছেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়া পারমানবিক অস্ত্র ব্যবহার করর হুমকি দেওয়ার প্রেক্ষাপটে জাপানি দিবসটি পালন করছেন। আনবিক বোমার নির্মাতা ওপেনহেইমারকে নিয়ে নির্মিত চলচ্চিত্র যুক্তরাষ্ট্রে বক্স অফিস হিট হওয়ার প্রেক্ষাপটে এবারের দিবসটি পালিত হচ্ছে। অনেকে ছবিটির সমালোচনা করে বলেছেন যে, চলচ্চিত্রটিতে হিরোশমা ও নাগাসাকিতে আনবিক বোমার ভয়াবহ ধ্বংস ও প্রলয়কে উপেক্ষা করা হয়েছে। হিরোশিমা হামলার তিন দিন পর ৯ আগষ্ট নাগাসাকিতে আনবিক বোমা হামলা চালান হয়। ছবিটি জাপানে কখন দেখান হবে তা জানানো হয়নি।
হিরোশিমার শান্তি পার্কের স্মৃতিসৌদে বোমা হামলার সময় সকাল ৮টা ১৫ মিনিটে শান্তি ঘন্টা বেজে উঠে। সেখানে প্রায় ৫০ হাজার লোক সমবেত হন। তারা নিহতদের স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করেন। জাপানের প্রধানমন্ত্রী কিশিদা এ অনুষ্ঠানে অংশ নেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি