ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

আফ্রিদির বোলিং দেখতে আমার ভালো লাগে: ব্রড


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ আগস্ট, ২০২৩, ০২:০৮ পিএম

আফ্রিদির বোলিং দেখতে আমার ভালো লাগে: ব্রড

 আফ্রিদির বোলিং দেখতে আমার ভালো লাগে: ব্রড

সদ্য শেষ হওয়া অ্যাশেজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি পেস বোলার স্ট্রুয়ার্ট ব্রড। তবে মাঠে নামলেও ক্রিকেটের মধ্যে সময় পার করছেন তিনি। ইংল্যান্ডে চলমান দ্য হান্ড্রেড-এ এখন ধারাভাষ্য দিচ্ছেন ব্রড। এসময় নিজের পছন্দের পেস বোলারের নাম প্রকাশ করছেন তিনি।

একশত বলের ক্রিকেটের এই ফ্র্যাঞ্চাইজি আসরে ওয়েলস ফায়ারের হয়ে খেলছেন আফ্রিদি। টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত করেছেন তিনি। প্রথম ম্যাচে প্রথম ওভারেই দুইটি ইনসুইঙ্গিং ইয়র্কারে ধরেছেন জোড়া শিকার। পরের ম্যাচেও আঁটসাঁট বোলিংয়ে নিয়েছেন ১ উইকেট। ধারাভাষ্যে থেকে আফ্রিদির বোলিং দেখে পুরোনো ভালোলাগার কথাও বললেন ব্রড।

তিনি বলেন, বিশ্বে যাদের বোলিং দেখতে পছন্দ করি, তাদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি একজন। যখন সে ছুটে যায়, তার উপস্থিতি এতটা দুর্দান্ত যে বোলারদের রান আপে প্রাণশক্তি ও স্পন্দন থাকে, তাদেরকে দেখতে আমার ভালো লাগে। তার সহজাত স্কিলও এতটা দারুণ  যেভাবে সে ডানহাতি ব্যাটসম্যানদের জন্য বল ভেতরে সুইং করায়, তা দেখাটা আনন্দদায়ী।

দা হান্ড্রেড-এর আগে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে ব্রডের কাউন্টি দল নটিংহ্যামশায়ারের হয়ে আগুনে বোলিং করেছেন আফ্রিদি। বাঁহাতি এই ফাস্ট বোলারের জন্য ব্রডের ভালোলাগা তাই আরও বেশি। তিনি জানান, এই গ্রীষ্মে সে নটিংহ্যামশায়ার আউটলজের হয়েও খেলেছে, যে দল আমার হৃদয়ের খুব কাছে। যে বোলারদের আমি দারুণভাবে সমীহ করি, সে তাদের একজন। খুব করে চাই, সে ভালো করুক।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি