ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

সেনেগালে অনশনকারী আটক বিরোধীদলীয় নেতা হাসপাতালে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ আগস্ট, ২০২৩, ০৩:০৮ পিএম

সেনেগালে অনশনকারী আটক বিরোধীদলীয় নেতা হাসপাতালে

 সেনেগালে অনশনকারী আটক বিরোধীদলীয় নেতা হাসপাতালে

অধুনালুপ্ত বিরোধী দলটির নেতা উসমান সনকো জানিয়েছেন, জরুরি স্বাস্থ্য পরিচর্যার জন্য তিনি রাজধানী ডাকারের মধ্যাঞ্চলের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

উসমানের অধুনালুপ্ত প্যাট্রিয়টস অব সেনেগাল (পাস্টেফ) এক বিবৃতিতে জানান, গ্রেপ্তারের প্রতিবাদে তিনি এক সপ্তাহ যাবত অনশন ধর্মঘট পালন করেন। ্এরপর রোববার তাকে হাসপাতালে নেওয়া হয়।

সনকো (৪৯)কে গত ২৮ জুলাই বিদ্রোহের ষড়যন্ত্র করার অভিযোগে গ্রেপ্তার করা হয়। ্তার বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তাকে বিঘ্নিত করা এবং সন্ত্রাসী সংস্থাগুলোর সঙ্গে অপরাধমুলক সম্পর্ক বজায় রাখার অভিযোগ করা হয়েছে।

গ্রেপ্তারের দুইদিন পর তিনি অনশন ধর্মঘট শুরু করেছেন। পাস্টেফ জানায়, সনকোর জরুরি স্বাস্থ্য পরিচর্যার দরকার। দলটি তার স্বাস্থ্যের অবনতির জন্য কর্তৃপক্ষকে দায়ী করেছেন। কারণ গ্রেপ্তারের আগে তিনি সুস্থ ছিলেন। তার কোন রোগ ছিল না।

সনকোর আইনজীবীদের একজন সাইর সেলডর লাই তার হাসপাতালে ভর্তি হওয়ার বিষয় নিশ্চিত করলে তার অবস্থা কেমন তা বলেননি। সেনেগাল সরকার তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোন মন্তব্য করেনি।

পশ্চিম আফ্রিকান দেশ সেনেগালের ২০১৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সনকো তৃতীয় হয়েছিলেন। তরুণ সমাজের মধ্যে তার বেশ জনপ্রিয়তা রয়েছে। তার গ্রেপ্তার ও তার দল ভেঙ্গে দেওয়ার ঘটনার প্রতিবাদে গত সপ্তাহে ডাকারে সহিংস প্রতিবাদ-বিক্ষোভ হয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ২ জন নিহত ও কযেকজন আহত হয়েছে।  

এর কয়েক সপ্তাহ আগে এক আদালতে তরুণদের দুর্নীতিগ্রস্ত করার অভিযোগে সনকোকে ২ বছরের জেল দেয়। এ ঘটনায ভয়াবহ সংঘর্ষ ঘটে। ওই সহিংসতায় সরকারী হিসেবে নিহত হয় ১৬ জন। আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসেবে ২৪ জন এবং পাস্টেফের হিসেবে  ৩০ জন নিহত হয়।

সনকোর সমর্থকরা মনে করছেন যে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থী হওয়ার পথ বন্ধ করতে তার বিরুদ্ধে এসব অভিযোগ করা হচ্ছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি