ঢাকা, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

পাকিস্তান সিরিজে নুর আহমাদকে দলে ফিরালো আফগানিস্তান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ আগস্ট, ২০২৩, ০৪:০৮ পিএম

পাকিস্তান সিরিজে নুর আহমাদকে দলে ফিরালো আফগানিস্তান

 পাকিস্তান সিরিজে নুর আহমাদকে দলে ফিরালো আফগানিস্তান

 চলতি মাসের শেষ দিকে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। শ্রীলঙ্কায় হতে যাওয়া এই সিরিজ দিয়ে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো দুটি বড় টুর্নামেন্টের আগে নিজেদের দল গুছিয়ে নিতে চায় তারা। নুর আহমাদকে ফিরিয়ে ১৮ জনের দল ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশের বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন ইজহারুলহাক নাভিদ, নিজাত মাসুদ, জিয়া উর রেহমান। গত নভেম্বরে আন্তর্জাতিক অভিষেকের পর এখন পর্যন্ত তিনটি ওয়ানডে খেলেছেন নুর। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দুই ম্যাচে ওভার প্রতি ৭.২৯ রান খরচ করে মাত্র ২ উইকেট নেন তিনি।

তবে আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে দারুণ বোলিং করে ১৬ উইকেট নেন ১৮ বছর বয়সী স্পিনার। এছাড়া অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগ, লঙ্কা প্রিমিয়ার লিগ, দ্য হান্ড্রেডেও তিনি নিয়মিত খেলেন। আগামী ২২ আগস্ট মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। পরের দুই ম্যাচ ২৪ ও ২৬ তারিখ। প্রথম দুটি ম্যাচ হবে হাম্বানটোটায়। শেষটি কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। এই সিরিজ শেষ হওয়ার সপ্তাহখানেকের মধ্যে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তান।

আফগানিস্তান ওয়ানডে দল: হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রেহমাত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নাবি, আজমতউল্লাহ ওমারজাই, রাশিদ খান, নুর আহমাদ, মুজির উর রেহমান, ফাজাল হাক ফারুকি, আব্দুল রহমান, মোহাম্মদ সালিম শাফি, ওয়াফাদার মোমান্দ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি