ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

অলিম্পিকে ক্রিকেটকে অর্ন্তভূক্ত করতে প্রস্তাব দিলো আনন্দবাজার পত্রিকা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ আগস্ট, ২০২৩, ০৪:০৮ পিএম

অলিম্পিকে ক্রিকেটকে অর্ন্তভূক্ত করতে প্রস্তাব দিলো আনন্দবাজার পত্রিকা

 অলিম্পিকে ক্রিকেটকে অর্ন্তভূক্ত করতে প্রস্তাব দিলো আনন্দবাজার পত্রিকা

 সবশেষ ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে ছিলো ক্রিকেট। একটি মাত্র ম্যাচ হয়েছিল সেই বার। গ্রেট ব্রিটেন বনাম ফ্রান্সের সেই ম্যাচে জিতেছিল গ্রেট ব্রিটেন। এরপর অলিম্পিক থেকে বাদ দেওয়া হয় ক্রিকেটকে। তবে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক দিয়ে ১২৮ বছর পর ফিরতে পারে জনপ্রিয় এই খেলাটি।

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট যুক্ত হলে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে বলে জানা গেছে। ছেলে এবং মেয়েদের ক্রিকেটকে অলিম্পিকে যুক্ত করা হতে পারে। অলিম্পিকের সম্প্রচার স্বত্ব পাওয়া ভারতীয় টেলিভিশন সংস্থা নাকি ক্রিকেট ফেরানোর প্রস্তাব রেখেছে বলে জানিয়েছে কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা। শুধু ক্রিকেটই নয়, লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে আরো আটটি খেলা যুক্ত করার পরিকল্পনা চলছে।

আগামী বছর প্যারিস অলিম্পিকের খেলা ভারতের যে টেলিভিশন চ্যানেল সম্প্রচার করবে তারা একেকটি খেলা (ইভেন্ট) দেখাতে ২০ মিলিয়ন ডলার (১৬৫ কোটি টাকা) দেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (আইওসি)। ২০২৮ সালে ক্রিকেট যদি অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়, তাহলে সম্প্রচারের দল ১০ গুণ বেড়ে যেতে পারে।

জানা গেছে, ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের জন্য ভারত থেকে সম্প্রচারের স্বত্ববাবদ আইওসি পেতে যাচ্ছে ১৬৫ কোটি টাকার কাছাকাছি। যদি এখানে ক্রিকেটকে যোগ করা হয় তাহলে এই অঙ্কটা বেড়ে দাঁড়াতে পারে ১৫৮৫ কোটি টাকা। অর্থ আয়ের এই সুযোগ ছাড়তে চাইছে না অলিম্পিক কমিটি।

তাই ২০২৪ সালে সম্ভব না হলেও ২০২৮ অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালাচ্ছে আইওসি। এ বছরের শেষ দিকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হলেও ক্রিকেট ম্যাচগুলো ইংল্যান্ডে আয়োজিত হতে পারে। কারণ আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নেই যুক্তরাষ্ট্রে। যদিও মেজর লিগ ক্রিকেট শুরু হয়েছে মার্কিন মুল্লুকে। যেহেতু ২০২৮ সাল আসতে আছে আরও পাঁচ বছর, তার আগে স্টেডিয়াম তৈরি হয়ে যাবে বলে আশা করছে আইওসি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি