এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৭ আগস্ট, ২০২৩, ০৪:০৮ পিএম
উত্তর প্রদেশে দ্রুত টিবি স্ক্রিনিং ও পরীক্ষা! আধিকারিকদের নির্দেশ যোগীর
যক্ষা রোগীদের চিকিৎসা প্রদানের জন্য নির্দেশ জারি করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের যে কোনও ব্যক্তির মধ্যে এই রোগের বিষয়টি নিশ্চিত হওয়ার পরেও সংক্রমণ নিয়ন্ত্রণ রাখার ব্যাপারে আশা প্রদাশ করেছেন তিনি।
২০২৫ সালের মধ্যে দেশকে যক্ষা মুক্ত করতে প্রধানমন্ত্রীর লক্ষ্য পূরণের সঙ্গে সামঞ্জস্য রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যোগী সরকারও আধিকারিকদের নির্দেশ দিয়ে বলেছে, ন্যাশনাল হাইওয়ে অথরিটির অধীনে তৈরি হওয়া এক্সপ্রেসওয়েগুলির নির্মাণস্থলের কর্মীদের টিবি স্ক্রিনিং ও পরীক্ষা জোরদার করতে হবে। এব্যাপারে উত্তর প্রদেশ যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে চিঠি পাঠিয়ে টিবি স্ক্রিনিংয়ের জন্য শিবির আয়োজনে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি